Previous

29:12:2024    Sunday

Next


1COL

আপনার চন্দ্র রাশি হলো। আজকে দুপুরের পূর্বে আপনি মানসিক ও শারীরিক সমস্যায় কষ্ট পাবেন। যে কোনো কারনে আপনার সহকর্মীদের সঙ্গে মতবিরোধ দেখা দেবে এবং আপনি তাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবেন। দুপুরের পূর্বে আপনি মানসিক চিন্তাগ্রস্থ থাকবেন ও শারীরিকভাবে অসুস্থতা অনুভব করবেন। কিন্তু বিকেলের দিকে অবস্থার উন্নতি হবে। আপনি কালকে কোন ধার্মিকস্থানে ভ্রমনে যাবেন এবং সাধুসন্তদের আর্শীবাদ লাভ করবেন।

জীবিকার ক্ষেত্রে আজকে আপনি নানা প্রকার উত্থানপতনের সম্মুখীন হবেন। কিন্তু অবশেষে আপনি আপনার কাজের মাধ্যমে লাভবান হবেন। আপনি সরকারি অথবা বেসরকারি সংস্থার দ্বারা বিশেষ ফল লাভ করবেন। চাকুরীজীবি হলে বিকেলের দিকে আপনি লাভবান হবেন। ৫ সংখ্যাটি আজকে আপনার পক্ষে লাভদায়ক। এই সংখ্যাটি আপনি আপনার জীবিকা এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবহার করে লাভবান হবেন।

Developed For: www.rajeshshori.com(RajeshShori Jyotisalaya)